Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ল²ীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

ল²ীপুর সদর উপজেলার দত্তপাড়া কচুয়া সড়ক সংস্কারে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
গতকাল রোববার বেলা ১১টায় দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দত্তপাড়া ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী সাবেক ছাত্র নেতা ও উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক ছাত্র নেতা ও দত্তপাড়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য হুমায়ূন কবির স্বপন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগন জানান, এক মাস আগে এলজিইডির মাধ্যমে দত্তপাড়া কচুয়া সড়কটির ৮কিলোমিটার নামক স্থান পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের সংস্কার করা হয়। কিন্তু কাজ খুব নিম্মমানের কারনে নির্মাণ কাজ শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এই সড়কটি চলাচলের অনপুযোগী হয়ে পড়বে।
তারা অনতি বিলম্বে গুরুত্বপূর্ণ এই সড়কটি পূনসংস্কারসহ দোষী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ