Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পিস্তলসহ জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১:৪৮ পিএম

পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া ডিবির যৌথ অভিযানে আদমদীঘির পৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শনিবার রাত পৌনে এগারটায় জেএমবি সামরিক শাখার ২ সদস্যকে গোপন বৈঠক করা কালে গ্রেফতার হয়েছে। পুলিশী অভিযানের সময় অবশ্য ৪/৫জন জেএমবি সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পারচোকা এলাকার মৃত আঃ সালামের ছেলে রুবেল হোসেন (২৭) এবং একই জেলার ছোটচক এলাকার আইয়ুব আলীর ছেলে আঃ বারি (২১)। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২টি তাজাগুলি উদ্ধার করেছে। বগুড়া ডিবির ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের কোর্টে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি সদস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ