Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ২:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চটিগ্রামে গোপন বৈঠকের সময় জেএমবির তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কিছু জেহাদি বই।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের মো. হারুনুর রশীদ (৪৮), চাকলা গ্রামের মো. আব্দুর রহমান (৫৬), কয়লাদিয়াড় গ্রামের মো. গোলাম আজম (৩৯)।
আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে আটক জেএমবি সদস্যদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চটিগ্রামের একটি পেয়ারা বাগানে গোপন বৈঠকের সময় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়।
তারা জেএমবির সক্রিয়া সদস্য। আটককৃতরা জেএমবিকে নতুন করে সংগঠিত করছিল বলে দাবি করেছেন ওই র‌্যাব কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ