Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জিহাদী বই, ল্যাপটপ, এটিএম কার্ডসহ দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ২:৪৪ পিএম

নাটোরের গুরুদাসপুর থেকে জিহাদী বই, ল্যাপটপ, এটিএম কার্ডসহ দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্যরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমির হামযা ওরফে মানিক (২৫) এবং লালপুরের শিবপুর খানপাড়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে গোলাম হোসেন ওরফে স্বাধীন (৪৫)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, জেএমবি মামলার পলাতক আসামী গুরুদাসপুর উপজেলার চন্দ্র্রপুর গ্রামের একটি পুকুর পাড়ে গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় জেএমবি মামলার আসামী আমির হামযা ওরফে মানিক এবং গোলাম হোসেন ওরফে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ৪টি জিহাদী বই এবং ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।
তবে পুকুর মালিক জাহিদুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি। এর আগে জেএমবির একটি মামলায় পলাতক ছিলেন আমির হামযা ওরফে মানিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি সদস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ