Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের ২১ বছর কারাদণ্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ৯:০০ পিএম

শেরপুরের নব্য জেএমবির সদস্য আবুল কাশেমকে মোসাব (২১) কে বিস্ফোরক মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ২৭ জুন শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন। আবুল কাশেম শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনার হুজুরী কান্দা গ্রামের মৃত ছাফিল উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আবুল কাশেম ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে ফেসবুকের মাধ্যমে নব্য জেএমবিতে জড়িয়ে পড়ে। সংগঠনের নির্দেশে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নকলার চন্দ্রকোনা বাজারে আবুল কাশেমের নিজ দোকান তানিশা গার্মেন্টসে ১৮ টি কন্টেইনার ভর্তি ৫৬৮ লিটার তরল বিস্ফোরক ও একটি খালি কন্টেইনার মজুদ করে। ওই বছরের ৫ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই সমস্ত মালামাল উদ্ধার করে এবং ৭ অক্টোবর একটি মামলা দায়ের করে। ২০১৭ সালের ২২ অক্টোবর রবিবার পুলিশের একটি বিশেষ দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার এলেঙ্গা এলাকা থেকে কাশেমকে গ্রেফতার করে। পরে কাশেম ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ শুনানির পর আজ ২৭ জুন ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে আদালত কাশেমের উপস্থিতিতেই ২০০৮ সালের বিস্ফোরক আইনের ৪ ধারায় ১৪ বছর ও ৫ ধারায় ৭ বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন। কাশেমকে এই সাজা পর্যায়ক্রমে ২১ বছর পর্যন্ত ভোগ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি সদস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ