বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যাত্রী সেজে ছিনতাইকারী দলের সাত মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রী সেজে ছিনতাই ওদের পেশা। কখনো বাসে বা রাইডারে দিন রাতে যাত্রায় থাকে তারা।
সাধারণত যেসব গাড়িতে মেয়ে কম কিন্তু ভিড় বেশি সেসব গাড়িতে উঠতেই তারা বেশি স্বাচ্ছন্দবোধ করেন। এরপর গাড়ির লক্কড়ঝক্কর লাফ, যাত্রীদের ভিড় সাথে এসব যাত্রীবেশে মহিলার ঠেলাঠেলি পেরিয়ে যখন মহিলা যাত্রী তার গন্তব্যে পৌঁছায় তখন দেখে হয়ত তার ব্যাগ নতুবা মোবাইল নেই। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে সীতাকুÐের ফকিরহাট এলাকা থেকে নগরীর কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোছাম্মৎ রাহেলা (৪০), মোছাম্মৎ আফিয়া বেগম (১৮), ফুলতারা বেগম (২২), শাহার বানু (৫৫), সুলতানা বেগম (২৩), নাজমা বেগম (৩৫) ও মরিয়ম বেগম (২৫)।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, ওরা সাতজনই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। কোতোয়ালী থানা এলাকায় একটি বাসে করে যাচ্ছিলেন রুমু নামে এক মেয়ে। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়া, কৃত্রিম ভিড় সৃষ্টি করে তার গলার চেইন ছিনিয়ে নেয়া হয়। সাথে সাথেই তিনি চিৎকার করে পাশে থাকা একজনকে ধরে ফেলেন। আটক মহিলার স্বীকারোক্তির ভিত্তিতে সাতজন মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ এবং ছিনতাই করা চেইনটি উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।