Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ইঁদুরের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৭:২৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুরের ওষুধ খেয়ে মোসা.মাকসুদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারা আমখোলা গ্রামে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদা বেগমের স্বামী হাবিবুর রহমান ভাত খেয়ে কৃষিকাজ করার জন্য বাইরে গেলে মাকসুদা বেগম ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর দশ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে। তবে মেয়ের মৃত্যুর বিষয়ে পিতা মো.পান্না মিয়া সাংবাদিকদের কাছে মুখ খোলেনি।
এ ব্যাপারে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার মোল্লা জানান, মাকসুদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলো। পরিবারে পক্ষে থেকে তাকে বেশ কয়েক বার ডাক্তার দেখানো হয়েছে।
মহিপুর থানার ওসি মো.মিজানুর রহমান জানান, ঘটনা শুনেছি। তবে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ