Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুড়া দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

যশোর ব্যুরো : ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে আমদানিকৃত গুড়ো দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন করা হয়েছে। প্রেসক্লাব যশোরের সামনে গতকাল গো-পালন সমিতি ও বাংলাদেশ ডেয়ারি ফার্মারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ভর্তুকির দাবিতে দেশীয় দুগ্ধ শিল্প রক্ষায় ছয় দফা দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠন দু’টির নেতা মফিজুর রহমান খান, জয়নাল আবেদীন, রিয়াজ মাহমুদ খান প্রমুখ। এসময় বিভিন্ন ফার্মের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি টন তরল দুধের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে ২০১৬-১৭ অর্থ বছরে উৎপাদন হয় ৯২.৮৩ লাখ টন দুধ। এখনও ঘাটতি থাকছে ৫৭.১৭ লাখ টন। দেশে দুধ উৎপাদনে নিবন্ধিত খামার রয়েছে প্রায় ১ লাখ। এসব খামারের প্রতিটিতে ৫ থেকে ২০ জন পর্যন্ত মানুষের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে পরিবারভিত্তিক ছোট নিবন্ধিত খামারও রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হচ্ছে প্রায় ২০ লাখ মানুষের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ