ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজলার পূর্ব সদরদী নামক বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাসটির চালক (৪৫) ও তার সহকারী (৪০)। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি মাহাফুজার রহমান জানান, বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্টো ব-১১-০০৯৯) বাসটি উক্ত স্থানে পৌঁছলে চাকা পাংচার হয়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পরও খাদে পড়ে যায়।
এত বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে। বাসের চালক ও হেলপার মারা যান।
আহত ১৫ জনকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন নুরুল আমিন (৫৫), রফিকুল ইসলাম (৩৫), সাহান শরীফ (৪৫), ছাটন সর্দার (২০), ইভা কীর্তনীয়া (২৩), মালা কীর্তনীয়া (২৫), বীথী রানী (৪০), জহিরুল ইসলাম (৫০), মনির ব্যাপারী (৩০), রজক হাসান (৪০), তনু শরীফ (৫০), বনানী সরকার (৩৫)।