Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের জন্মশত বার্ষিকি পালিত

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ভাঙ্গা উপজেলা সংবাদদাতা : গতকাল কালজয়ী কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে ভাঙ্গা উপজেলা মিলনায়তনে বসেছিল কবি সাহিত্যকদের এক মিলন মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক কবি সাহিত্যিক সমাবেত হন ভাঙ্গা উপজেলা মিলনায়তনে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ মিত্রের সুযোগ্য কনিষ্ঠ পুত্র ড: অভিজিৎ মিত্র। তিনি অনুষ্ঠানে যোগ দিতে সুদুর কলকাতা থেকে ভাঙ্গা আসেন। বেলা ৩:০০ ঘটিকায় রবীন্দ্র সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠানের সুভ উদ্ধবোধন করেন বরেন্য চলচিত্রকার তারেক মাসুদের মাতা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর উপ মহাপরিচালক শ্রী তপন বাগচি, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ হাফিজুর রহমান, ফরিদপুর জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজ ইমাম মিলন, সাংবাদিক ওবায়দুল আলম স¤্রাট, আয়োজক মাদুলি পত্রিকার সম্পাদক অরবিন্দ চক্রবর্তী, মাদুলি পত্রিকার উপদেষ্ঠা সাইদ মাসুদ ও আরো শতাধিক কবি সাহিত্যিক। পরে প্রধান অতিথি ড: অভিজিৎ মিত্রকে ক্রেষ্ট ও উত্তরিয় প্রদান করা হয়। স্বর্গিয় নরেন্দ্রনাথ মিত্র ১৯১৬ সালে ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী গ্রামে জন্ম গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গায় কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের জন্মশত বার্ষিকি পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ