বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাঙ্গা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ভাঙ্গার বালিয়া চরা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত ৩ দিন ব্যাপি ব্যাপক সংঘর্ষ চলছিল। উল্লেখ্য যে, গত রোববার বালিয়া চরা শামসুল উলুম মাদ্রাসার মাঠে ২ দল ছেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরলে তা ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তীতে উক্ত খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে দফায় দফায় ভয়াবহ দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ে।
মঙ্গলবার ভোর বেলা এর জের ধরে কুদ্দুস মুন্সীর গ্রæপের লোকজন বেল্লাল ও ইমারতের লোকজনকে মোকাবেলা করার জন্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুতি নিতে থাকে। উভয় গ্রæপ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি হলে ভয়ানক সংঘর্ষ বেঁধে যায়। ভাঙ্গা থানা পুলিশ এলাকায় উপস্থিত হওয়ার আগেই কুদ্দুস মুন্সীর গ্রæপের জামাল শেখ(৪০) গুরুতর আহত হয়। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ এলাকায় গেলে উভয় পক্ষই পালিয়ে যায়। এই সংঘর্ষে আরও প্রায় ৫০ জন আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।