Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় ৮ বাড়িতে ডাকাতি আহত ২ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে একই রাতে পৃথক ঘটনায় ৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতের হামলায় ২ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার সাউতিকান্দা গ্রামের প্রবাসী শাহাদাৎ শেখের বাড়ি হানা দেয়। ডাকাত দল প্রথমে লোহার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইন, ১টি হার, ৪টি আংটি ও ৫টি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা মোহাম্মদ আলী ও তার পুত্র ব্যবসায়ী মওলাদাৎ সেখ গুরুতর আহত হয়। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দলের সাথে দীর্ঘক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ডাকাত দল এ সময় ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে পৃথক ঘটনায় একই রাতে উপজেলার মালীগ্রামের করিম শেখ এবং মতিয়ার রহমানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে লক্ষাধিক টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাই সেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এদিকে উপজেলার বামনকান্দা গ্রামের মামুন খান, কুটি মিয়া, ডা: মোতালেব এবং প্রবাসী শাহজাহান সেকের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে লক্ষাধিক টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইলসেট এবং উপজেলার পাইকদিয়া গ্রামের দলিলউদ্দিন মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙ্গায় ৮ বাড়িতে ডাকাতি আহত ২ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ