Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়ার পা ভাঙ্গায় বিজেপি নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরখন্ডে। বিজেপির এমএলর গণেশ যোশী তার হাতের লাঠি দিয়ে ঘোড়াটিকে এমনভাবে মারেন যে ঘোড়াটির একটি পা কেটে ফেলতে হয়। পশু চিকিৎসকরা জানিয়েছেন, শক্তিমান নামের ঘোড়াটির পায়ের আঘাত এতই গুরুতর ছিল যে পা কেটে ফেলা ছাড়া তাদের উপায় ছিল না। রাজ্যের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা আরো কয়েকজন ধরার চেষ্টা করছেন। তবে গণেশ যোশী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন যে, তিনি ঘোড়টিকে মারছেন বলে যে ছবি টেলিভিশনে দেখানো হয়েছে তাতে আসলে আগের ফুটেজ ব্যবহার করা হয়েছে যার সঙ্গে ঘটনার কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, কেউ জিন ধরে টান দেয়ার পরই ঘোড়াটি পড়ে যায় এবং এটির পা ভেঙ্গে যায়। উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে সোমবার যখন বিজেপি এক বিক্ষোভ করছিল তখন ঘোড়াটির ওপর হামলার ঘটনা ঘটে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘোড়ার পা ভাঙ্গায় বিজেপি নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ