রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভাঙ্গার ১২টি ইউনিয়নে এবার সরিষার বাম্পার ফলন লক্ষ্য করা যাচ্ছে। মাঠের পর মাঠ জুড়ে বাতাসে দুলছে হলুদ সরিষা ফুল।
সরেজমিনে মাঝারদিয়া গ্রামে দেখা যায়, মাঠে মাঠে সরিষা ফুলের অপার সৌন্দর্য। অনেক মানুষজন এসে সরিষা ক্ষেতে ছবি তুলতে ব্যস্ত। এ গ্রামের কৃষক কেরামত আলী বলেন- এবার চমৎকার ফলন হয়েছে। আমার দুই বিঘায় আছে। আল্লায় দিলে ভালো দাম পেলে আর কথাই নেই। ভালই হবে ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, সমগ্র উপজেলায় ১০০০ হেক্টরের কিছু বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। ফলন যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে। কিছু জাব পোকার আক্রমণ হয়েছিল আমাদের কৃষিবিদদের পরামর্শে বালাইনাশক প্রয়োগ করে কৃষক তা নির্মূল করেছে। গত বছরের তুলনায় এবার বেশি জমিতে কৃষক সরিষা বুনেছে। ফলনও গত বারের চেয়ে বেশি হবে বলে আশা করছি।
এ এলাকার কৃষক বারি ১৪ বারি ১৭ ও ১৮ এছাড়া স্থানীয় জাতের চাষ করেছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।