Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এফ-৩৫ যুদ্ধবিমান পেয়েছে তুরস্ক

২০১৭ সালে মানবিক সহায়তায় তুরস্ক শীর্ষস্থানে

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৪৯ পিএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেলো তুরস্ক। টেক্সাসের ফোর্ড ওর্থ শহরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের কাছে এ যুদ্ধবিমান হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উভয় দেশের কর্মকর্তারা ছাড়াও এ প্রকল্পের সঙ্গে যুক্ত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ১৯৯৯ সাল থেকে এফ-৩৫ যৌথ স্ট্রাইক ফাইটার প্রকল্পের অংশীদার তুরস্ক। আগামী কয়েক দিনের মধ্যেই আঙ্কারা দ্বিতীয় এফ-৩৫টি হাতে পাবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থটি দেয়া হবে ২০১৯ সালের মার্চে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যে ছয়টি এফ-৩৫ পাবে দেশটি। লকহিড মার্টিন ছাড়াও বিভিন্ন তুর্কি প্রতিষ্ঠান এই বিমান উৎপাদনে অংশ নেয়। আল্প ও কেল এভিয়েশনসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিমানটির নানা পার্টস তৈরি করে। সর্বাধুনিক এ যুদ্ধবিমান হস্তান্তর অনুষ্ঠানে বক্তরা বলেন, ন্যাটো জোটের অংশীদার হিসেবে তুরস্ক বিশ্বশান্তি ও নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা পালন অব্যাহত রাখবে। অপর এক খবরে বলা হয়, ২০১৭ সালে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তুরস্ক। গত বছর দেশটি বিশ্বের বিভিন্ন দেশে ৮.০৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এমন তথ্য উঠেছে এসেছে লন্ডন-ভিত্তিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস-এর বৈশ্বিক মানবিক সহায়তা কর্মসূচি প্রকাশিত এক রিপোর্টে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৬.৬৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ২.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করে তালিকায় তৃতীয় স্থানে আছে জার্মানি। আর চতুর্থ স্থানে যুক্তরাজ্য (২.৫২ বিলিয়ন মার্কিন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে (২.২৪) ইউরোপীয় ইউনিয়ন। গত ১৯ জুন প্রকাশিত রিপোর্টের বিষয়ে বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই দেয়া এই মানবিক সহায়তা তুরস্কের মানবিক কূটনীতির শক্তি বৈশ্বিকভাবে আবারও স্বীকৃত হলো। আনাদোলু, এপি।

 



 

Show all comments
  • জলিল ২৩ জুন, ২০১৮, ৩:৩৯ এএম says : 0
    তুরস্ক অনেক দূর এগিয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • নাবিলা ২৩ জুন, ২০১৮, ৩:৩৯ এএম says : 0
    এরদোগানের মত নেতা থাকলে সে দেশ এমনিতেই এগিয়ে যায়
    Total Reply(0) Reply
  • Md Jafar Uddin ২৩ জুন, ২০১৮, ১২:০৪ পিএম says : 0
    Good job
    Total Reply(0) Reply
  • Azad Swadhin ২৩ জুন, ২০১৮, ১২:০৫ পিএম says : 0
    ধন্যবাদ তুরস্ক দেশকে
    Total Reply(0) Reply
  • ২৪ জুন, ২০১৮, ২:৫৬ পিএম says : 0
    বিশ্বে এরদোয়ানের ভূমিকা খুবই গুরত্বপূর্ণ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ