পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : স¤প্রতি যুদ্ধবিধ্বস্ত আফরিনে ২ লাখ সিরিয়ান ফিরেছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রর সঙ্গে চুক্তি হয়েছে আমরা মানবিজকে নিরাপদ এলাকা হিসেবে তৈরি করছি। আমার আরব ভাইয়েরা মানবিজে তাদের ভূমিতে ফিরে যাচ্ছে এবং যাবে। বুধবার সিরিয়ার উত্তর আলবাব শহরে বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উদ্বোধনে এসে এসব কথা বলেন। এরদোগান বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে বলেন, এটি তুরস্কের মারিফ ফাউন্ডেশন এবং হারান বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে। এর ক্লাস এ বছরের আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এরদোগান সিরিয়ার বিষয় নিয়ে বলেন, সিরয়ার জারাবুলস, আলবাব ও আফরিন শহরে অলিভ ব্রাঞ্চ অপারেশনের মাধ্যমে সন্ত্রাসী নির্মূল করা হয়েছে। তিনি বলেন, তুরস্ক সিরিয়ার নিরাপত্তার জন্য ১২টি অংশে পর্যবেক্ষণ করছে। যাতে সিরিয়ার বাসিন্দারা নিরাপদে থাকে। এরদোগান বলেন, উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। অপর এক খবরে বলা হয়, ন্যাটো মিত্রদেশ তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিষয়টি আটকে দিতে কিংবা বিমান সরবরাহে বিলম্ব ঘটাতে মার্কিন সিনেটে স¤প্রতি একটি বিল পাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে যখন দিন দিন অচলাবস্থা তৈরি হচ্ছে তখন এই বিল পাস করা হলো। তুরস্কের কাছে বিমান বিক্রির বিষয়টি থামিয়ে দিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জোর প্রচেষ্টা চলছে। যদি বিমান বিক্রির বিষয়টি থামিয়ে দিতে হয় তাহলে প্রতিনিধি পরিষদেও বিল পাস হতে হবে এবং তারপর তাতে অনুমোদন প্রয়োজন হবে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মার্কিন সিনেটে বিল পাসের সমালোচনা করে একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি বলেছেন, তুরস্কের সামনে বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুরস্ক ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে। কিন্তু অনেক মার্কিন আইনপ্রণেতা তুরস্কের এ প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়টিকেও তারা ভালো চোখ দেখছেন না। রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে এবং যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিমান না দিলে রুশ সুখোই-৫৭ জঙ্গিবিমান কেনার কথা ঘোষণা করেছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।