Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রেকর্ড আবারো চূরমার ইংল্যান্ডের

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এই নটিংহ্যামেই পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তুলে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। মাত্র দুই বছর না পেরুতেই একই মাঠে রেকর্ডটা হালনাগাদ করে নিলো ইংলিশরা। এবার তাদের শিকার প্রতাপশালী অস্ট্রেলিয়া। অজি বোলারদের তুলোধুনো করে ৬ উইকেটে ৪৮১ রান তুলে ওয়ানডে ক্রিকেটে দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড।
শুরুটা করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে তারা তোলে মাত্র ১৯.৩ ওভারে ১৫৯। ৬১ বলে ৮২ রান করে রান আউট হন রয়। এরপর আবার দেড়শ রানের (১৫১) জুটি গড়েন বেয়ারস্টো-হেলস। ৬৮ বলে শতক তুলে নেয়া বেয়ারস্টো ফেরেন ৯২ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১৪৭ রান করে। ৬২ বলে শতক হাঁকানো হেলস আউট হন ৯২ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪৭ রানে। ৩০ বলে ৬ ছক্কায় ৬৭ রানের ঝড় তোলেন অধিনায়ক মর্গ্যান। অজিদের ঘাড়ে চাপে ৪৮২ রানের লক্ষ্য। ৫ ম্যাচের সিরিজ দখলে নিতে আর কি লাগে ইংল্যান্ডের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ