Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এফ-৩৫ জঙ্গিবিমান পাচ্ছে তুরস্ক

সিরিয়া ইস্যুতে মার্কিন-রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান পাচ্ছে তুরস্ক। তুর্কি দৈনিক সাবাহ এ খবর দিয়েছে। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দেয়া হচ্ছে। তুরস্ক ১৯৯৯ সালে একশ’টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে ৩০টি বিমান কয়েক দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। এ জন্য তুরস্ক সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রæতি আঙ্কারা পুরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে। চুক্তি সইয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছে। অপর এক খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার টেলিফোনে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাবের আওতায় সিরিয়া সঙ্কট নিরসনের কথা বলেন। এক বিবৃতিতে টেলিফোন আলাপের কথা নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে নির্ধারিত রাজনৈতিক যোগাযোগ নিয়েও কথা বলেন দুই মন্ত্রী। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও তারা আলোচনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করলেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেকটা অচল অবস্থায় রয়েছে। এএফপি, রয়টার্স।



 

Show all comments
  • তানিয়া ২০ জুন, ২০১৮, ৪:৫৩ এএম says : 0
    মুসলীম দেশগুলোকে আরে শক্তিশালী হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ