Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মৌলভীবাজার শহর রক্ষায় বালির বস্তা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৮, ১০:৪২ পিএম

মৌলভীবাজার শহর বাঁধ রক্ষায় বালির বস্তা দিয়ে চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। পানি বেড়েছে শহর রক্ষা বাঁধ প্রায় উপচে গেছে। কিছু কিছু জায়গায় দিয়েছে পানিও ঢুকছে। পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীকে সতর্ক করা হচ্ছে। সিলেট সেনানিবাসের ২১ ইঞ্জিনিযারিং ব্যাটালিয়ানের ৬০ জন সদস্য শহর প্রতিরক্ষা বাঁধ রক্ষায় মেজর মুহাইমিনের নেতৃত্বে কাজ করছেন। ইতিমধ্যে প্রচুর বালুর বস্তা ফেলে উচু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পানি এভাবে বাড়তে থাকলে প্রতিরক্ষা বাঁধ উপচে শহর প্লাবিত হতে পারে। সর্বশেষ মনু নদীর পানি বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু শহরে নয় ভাঙন ঠেকাতে উপজেলাগুলোতেও প্রায় ২০ হাজার বালুর বস্তা ফেলা হয়েছে । হবিগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে আরো বস্তা নিয়ে আসা হচ্ছে। পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, মনু নদীর প্রতিরক্ষা বাঁধ অন্যান্য এলাকা থেকে শহর এলাকায় সব থেকে মজবুত। তবুও প্রকৃতির উপর কারো নিয়ন্ত্রণ নেই তাই সবাইকে নিরাপদে এবং সতর্ক থাকতে বলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, পানি আরো বাড়লে কি হবে বলা যাচ্ছেনা, আমরা উদ্বিগ্ন । তবে শহরকে বিপদমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে । জেলা প্রশাসক তোফায়েল ইসলাম জানান, সারা জেলায় ২ লাখ লোক পানিবন্দি। প্রশাসনের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে সবাই আন্তরিকতার সাথে কাজ করছেন। এছাড়াও সারাজেলায় পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ