Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের পরে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করা হবে গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করেই ঈদের পর গণতন্ত্র উদ্ধারের আন্দোলন শুরু করা হবে। দেশের জনগন সেই আন্দোলনে সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। বর্তমান সরকার দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন কখনো আশা করা যায় না। দেশের মানুষ এখন বাকরুদ্ধ। সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে হামলা মামলা হয়। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদুল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা বাসরোডের গুলজারবাগ এলাকায় দুস্থদের মাঝে খদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন। জিনজিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাড. নিপুন রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক হাজী মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণতন্ত্র

২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ