মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বল্প উন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে নেপালকে উত্তরণ না ঘটানোর জন্য গত ফেব্রুয়ারিতে দেশটি জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে। নেপাল জানিয়েছে, জাতীয় আয়ের বৈশিষ্ট্য পূরণ করা ছাড়া এই উত্তরণ ঘটানো হলে তা টেকসই হবে না। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে তিনটি বৈশিষ্ট্যের দুটি পূরণ করতে হয়। এগুলো হলো আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক নাজুকতা। টানা দুই মেয়াদে ত্রিবর্ষীয় পর্যালোচনার পর জাতিসংঘ এই উত্তরণবিষয়ক সিদ্ধান্ত নিয়ে থাকে। আয়ের বৈশিষ্ট্যটি মোট জাতীয় আয়ের (জিএনআই) ভিত্তিতে হয়ে থাকে। নেপাল টানা দুটি মেয়াদে (২০১৫ ও ২০১৮) মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক নাজুকতা সূচকে উত্তীর্ণ হয়েছে। এখন নেপালের অনুরোধে জাতিসংঘ রাজি হলে চলতি বছরের বদলে ২০২১ সালে নেপালের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে। এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাণিজ্য, বিশেষ করে রফতানি খুবই গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয়। মনে রাখতে হবে, ২০১৫ সালে ৪৭টি এলডিসির বিশ্ববাজারে রফতানি ছিল মাত্র ০.৯৭ ভাগ। নেপালের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। ২০১৬-১৭ অর্থবছরে রফতানি ও আমদানির অনুপাত ছিল ১:১৩। সরকার আশঙ্কা করছে, অগ্রাধিকারপ্রাপ্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যহার করা হলে বাণিজ্য ভারসাম্যহীনতা আরো বাড়বে। এলডিসি ওয়াচ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।