Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

উন্নয়নশীল দেশে দৈনিক আধা কেজি চাল কিনে সংসার চালায় ২ কোটি পরিবার -অধ্যাপিকা রেহানা প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান শফিউল আলম প্রধানের স্মৃৃতিচারণ করে বলেছেন, দিনাজপুরের ইতিহাস ও শফিউল আলম প্রধানের ইতিহাস এক অভিন্ন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শফিউল আলম প্রধানের ইতিহাস পরাধীনতা ভেঙে স্বাধীনতার ইতিহাস। তিনি আজীবন কৃষক-শ্রমিক, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও মজলুম মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। গতকাল শুক্রবার বিকালে দিনাজপুর প্রেসক্লাব অডিটরিয়ামে জাগপা দিনাজপুর জেলা আয়োজিত ঐতিহাসিক ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানের স্মরণে ও পতাকা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেহানা প্রধান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, উন্নয়নের সাফাই গেয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিবেন না। কৃষি নির্ভর বাংলাদেশে আজ ৭০ টাকা চালের কেজি। চারদিকে ক্ষুধার আর্তনাদ। দেশের প্রায় ২ কোটি পরিবার দৈনিক আধা কেজি চাল কিনে সংসার চালায়। আপনি জানেন এবং বোঝেন প্রশাসনের চেয়ারে চেয়ারে দুর্নীতির উন্নয়ন চলছে। দেশের উন্নয়ন কোথায়? দেশবাসীর জিজ্ঞাসা উন্নয়নের অগ্রযাত্রা ও আনন্দ শোভাযাত্রা করে একদিনে দেশের হাজার কোটি টাকার ক্ষতি কে দেবে? তিনি বলেন, আফসোস স্বাধীনতার মাসে ভারতের দাদা বাবু, কাকা বাবুরা যখন বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা ভারতের ভুল ছিল। জনগণ জানতে চায় দিল্লীর এমন মন্তব্যের নিন্দা না জানিয়ে আওয়ামী লীগ নেতারা উল্টো দিল্লীকে সময়ের শ্রেষ্ঠ বন্ধু বলে কি বোঝাতে চেয়েছেন? সুতরাং আওয়ামী লীগের হাতে দেশ, স্বাধীনতা, গণতন্ত্র ও মানচিত্র কোনটাই নিরাপদ নয়। জাগপার দিনাজপুর জেলা সভাপতি রকিব উদ্দিন চৌধুরী মুন্নার সভাপতিত্বে ও নুরুজ্জামান হোসেন নুরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খন্দকার আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান খোকন, সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, ন্যাপের জেলা সভাপতি মঞ্জুরুল আলম, জাগপা নেতা বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, মফিদুল ইসলাম মফি, আক্তারুজ্জামান ছেন্ডু প্রমুখ।



 

Show all comments
  • Mohammad Salim ২৪ মার্চ, ২০১৮, ১১:৪৬ এএম says : 0
    ১০০% সত্য।
    Total Reply(0) Reply
  • মোঃ সাজ্জাদুল ইসলাম ২৬ মার্চ, ২০১৮, ৬:০২ পিএম says : 0
    তবে উন্নয়নশীল দেশ হতে না পারলে ও অতীতের তুলনায় অনেক উন্নতি হয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়নশীল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ