মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ বাড়তে থাকে। এতে ঘাট এলাকায় যাত্রীবাহী বাসকে ফেরি পার হতে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
প্রাইভেটকার ও মাইক্রোবাসের জন্য আলাদা সড়ক ও ফেরিঘাটের ব্যবস্থা করে দিলেও চরম দুর্ভোগে পড়েছে ব্যক্তিগত ওইসব গাড়ির যাত্রীরা। দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ব্যক্তিগত গাড়ির লাইন পড়ে রয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান জানান, আরো একটি ফেরি বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরির সংখ্যা বাড়ালেও বড় ফেরির সংখ্যা কম থাকায় বেশী যানবাহন পারাপার করা যাচ্ছে না।একারনে যানবাহনকে কিছু সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। তবে প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে ঈদের ঘরমুখো মানুষকে নিরাপদে পার করা যাবে।
এদিকে যাত্রীরা সিরিয়াল ভঙ্গের অভিযোগ করলেও পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলছেন, ঘাটের আইন শৃঙ্খলাসহ সুষ্ঠভাবে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে।।