পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গোলান মালভূমিতে ইসরাইলের বিমান হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে গোলান মালভূমিতে অতিরিক্ত বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিরিয় সেনাবাহিনীর এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, এরইমধ্যে গোলান মালভূমিতে রাশিয়ায় তৈরি ‘পান্তসির এস-ওয়ান’ মোতায়েন করা হয়েছে। ইসরাইলের আগ্রাসী হামলা প্রতিহত করা হবে এসব সমরাস্ত্র দিয়ে। ইসরাইলি বাহিনী সমপ্রতি বেশ কয়েকবার সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।