পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে জাতীয় পরিষদের ৩৫ নম্বর আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শতবর্ষী নারী হজরত বিবি। খাইবার পাখতুনওয়ার বান্নু জেলায় ইমরানকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। জাতীয় পরিষদের ওই আসনের বাইরেও প্রাদেশিক পরিষদের একটি আসনে লড়বেন এই নারী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে এই প্রথমই হজরত বিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না। অতীতেও তিনি পাঁচবার নির্বাচনে অংশ নিয়েছেন। তবে প্রতিবারই জিততে ব্যর্থ হয়েছেন। নিজের আসনে জিতলে জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিজের এলাকায় ব্যক্তিত্ব ও প্রতিশ্রুতির জন্য পরিচিত মুখ হজরত বিবি বলেন, ‘নির্বাচনে সফল হলে আমি নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেবো।’ ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।