পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, তার কাছে দেশের সব তথ্য আছে। আমরাও জানি তাঁর কাছে সব তথ্য থাকে। তাই তাদের নাম প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনতে তাকে অনুরোধ জানাচ্ছি। গত বুধবার রাতে ইমরান সরকার তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ অনুরোধ করেন।
ইমরান বলেন, অবিলম্বে সাংবাদিক সাগর-রুনির খুনিদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনুন। অবিলম্বে তনুর খুনি-ধর্ষকদের নাম প্রকাশ করে বিচার করুন। অবিলম্বে লেখক-প্রকাশক-ছাত্র-শিক্ষকসহ, মুয়াজ্জিন-পুরোহিত-যাজক হত্যায় জড়িতদের নাম প্রকাশ করে বিচারের আওতায় আনুন।
তিনি আরো বলেন, অবিলম্বে বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের বিচারের আওতায় আনুন। আমরা বিশ্বাস করতে চাই উপরিল্লিখিত খুনি-ধর্ষক-লুটেরাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তাহলে এদের নাম প্রকাশ করে বিচার করতে সরকারের এতো অনীহা কেন?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।