প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল গান গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনায় নিজেকে নিয়োজিত করেছেন। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এ ধারাবাহিকতায় এবার তিনি নতুন গান নিয়ে আসছেন। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। গানটি গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন ইমরান। ত্রিভুজ প্রেমের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সাথে ভিডিওতে জুটি বেঁধেছেন সামন্তী সৌমী। সাথে আছেন আদর আহমেদ। ইমরান বলেন, জিসান খান শুভ আমার পছন্দের একজন সুরকার। ওর গীতিকবিতা চমৎকার। প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১০ মার্চ তাদের ইউটিউবে প্রকাশ করা হবে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপ-এ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।