মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি জিম্মি নাটকে বন্দুকধারীর হামলায় চার শিশু নিহত হযেছে। হামলাকারী পরে আত্মহত্যা করে। পুলিশ একথা জানিয়েছে। অর্লেন্ডোতে পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঘরোয়া কলহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হামলাকারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়। বন্দুকধারী আগের দিন সারারাত ও সোমবার সারাদিন ওই অ্যাপার্টমেন্টে চারটি শিশুকে জিম্মি করে রাখে। শিশুদের বয়স এক বছর, ছয় বছর , ১০ বছর ও ১১ বছর। অর্লান্ডো পুলিশ প্রধান জন মিনা মাঝরাতের আগে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে চার শিশু ও সন্দেহভাজন হত্যাকারীকে মৃত অবস্থায় দেখতে পাই। তারা সকলেই গুলিতে নিহত হয়েছে।’ মিনা আরো বলেন, ‘মনে হচ্ছে যে সন্দেহভাজন আত্মহত্যা করেছেন।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।