Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত ৩১ শিশু, টেক্সাসে ৯ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে অন্তত ৩১ জন শিশু মাংকি পক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৯ জনই টেক্সাসের শিশু। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৪১৭ জন মাংকি পক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সিডিসি সতর্ক করে দিয়ে বলেছে, মাংকি পক্সে আক্রান্ত হলে আট বছরের কম বয়সী শিশুরা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকছে। টেক্সাসের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ১১টি রাজ্যে মাংকি পক্সে শিশুদের আক্রান্তের খবর পাওয়া গেছে। টেক্সাসে ৯ শিশু আক্রান্ত হয়েছে। সিডিসি এবং ওয়ার্ল্ড হেলথ ওয়াচডগ বলেছে যে, মাংকি পক্স একটি যৌনবাহিত রোগ, এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত ৩১ শিশু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ