Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে শিল্পোৎপাদন দুই বছরের সর্বনিম্নে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতের কার্যক্রম নিম্নমুখী ছিল। ওই মাসে কারখানার কার্যক্রম দুই বছরের সর্বনিম্ন ছিল। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠোর করে চলেছে ফেডারেল রিজার্ভ। সম্প্রতি ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের (আইএসএম) এক সমীক্ষায় দেখা গিয়েছে, যুক্তরাষ্ট্রে এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো শিল্পোৎপাদন কারখানায় কর্মসংস্থান কমেছে। যদিও অধিকাংশ প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের ইঙ্গিত দিয়েছে। এ বছরের মে মাসে মার্কিনদের ভোক্তা ব্যয় প্রবৃদ্ধি মাঝারি ছিল। এরই পরিপ্রেক্ষিতে শিল্পোৎপাদন খাতের কার্যক্রমে শ্লথগতি দেখা দিয়েছে। পাশাপাশি বাড়ি নির্মাণের অনুমোদন, নতুন বাড়ির কাজ শুরুর কার্যক্রমও নিম্নমুখী ছিল। এতে করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আবারো অর্থনৈতিক সংকোচনের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বছরের প্রথম তিন মাসে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির জিডিপিতে মন্দা দেখা দেয়। এ বিষয়ে নেশনওয়াইডের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বেন আয়ারস বলেন, এর অর্থ এই না যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার মুখোমুখি হবে। তবে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ফলে ভোক্তা ও ব্যবসার ওপর ব্যয়ের চাপ বাড়বে। আইএসএমের সমীক্ষায় দেখা যায়, গত মাসে দেশটির কারখানার কার্যক্রমের সূচক ৫৩ পয়েন্টে নেমে আসে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, সূচক ৫৪ দশমিক ৯ পয়েন্টে দাঁড়াবে। ২০২০ সালের জুনের পর এটিই ছিল কারখানা কার্যক্রমের সর্বনিম্ন সূচক। সূচক ৫০-এর ঊর্ধ্বে থাকলে তা শিল্পোৎপাদন খাতের সম্প্রসারণ নির্দেশ করে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ১১ দশমিক ৮ শতাংশ। কম্পিউটার ও ইলেকট্রনিক পণ্য, মেশিনারি, পরিবহন সরঞ্জাম, পেট্রোলিয়াম ও কয়লাজাত পণ্য, খাদ্য এবং রাসায়নিক পণ্য—এ ছয়টি বৃহত্তম শিল্পোৎপাদন কারখানার প্রবৃদ্ধি মাঝারি ও কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো পর্যায়ে ছিল। এদিকে অর্থনৈতিক মন্দার খবরে হাওয়া ওঠে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের এক প্রতিবেদন প্রকাশের পর। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে দেশটির নির্মাণ খাতের ব্যয় আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংককে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে শিল্পোৎপাদন দুই বছরের সর্বনিম্নে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ