Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ক্রিকেট দল পাচ্ছে ২ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অভাবনীয় সাফল্য বয়ে আনায় নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মেয়েদের এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ জয় পুরো জাতির। সাফল্য পাওয়ার পর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য যে ভূরি ভূরি পুরস্কার অপেক্ষা করছে তা আগেই অনুমান করা গেছে। তবে গতকাল বিজয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ট্রফি নিয়ে দেশে ফেরার পর জানা গেল তাদের জন্য অপেক্ষমান পুরস্কারের অঙ্কটা। প্রথমে বিসিবি সুত্রে জানা যায়, নারী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। কিন্তু কাল সন্ধ্যায় এই অঙ্কটা প্রায় দ্বিগুণ হয়ে গেল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিসিবির আনুষ্ঠানিক ইফতার পার্টি ও দোয়া মাহফিলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি জানান, সালমা-রোমানারা প্রত্যেকেই পাবেন ১০ লাখ টাকা করে এবং পুরো দলের জন্য থাকছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। দলের ১৫ জন খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ করে মোট দেড় কোটি টাকা অর্থ পুরস্কার। এছাড়া বাকি ৫০ লাখ টাকা দেয়া হবে দলের সঙ্গে থাকা ৮ জন কোচিং স্টাফ ও টুর্নামেন্ট জুড়ে উজ্জ্বল পারফরম্যান্স করা খেলোয়াড়দের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ