পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইসরাইলের দিকে জ্বলন্ত বেলুন পাঠানোর উদ্দেশ্য প্রস্তুতির সময় গাজা স্ট্রিপে ফিলিস্তিনি তরুণদের একটি গ্রুপের বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। শনিবার ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গাজা থেকে ইসরাইলের দিকে জ্বলন্ত বেলুনের বিরুদ্ধে প্রথমবার এই প্রথম পদক্ষেপ নেয়া হলো। ইসরাইলি এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা এটিকে দেশটির কৌশলের ব্যর্থতার প্রমাণ বলে আখ্যা দিয়েছে। এদিকে, গাজা স্ট্রিপে মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য রবিবার ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা একটি বৈঠক করতে যাচ্ছেন বলে জানা গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরক বেলুন তৈরির কাজে ব্যস্ত থাকা একটি গ্রুপের বিরুদ্ধে ইসরাইলের ডিফেন্স ফোর্সের সদস্যরা সতর্কতামূলক ড্রোন হামলা চালিয়েছে।’ হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।