Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আল-আকসায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

পবিত্র নগরী জেরুজালেমের আল-আকসা মসজিদে একসঙ্গে প্রায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি নামাজ আদায় করেছেন। রমজানের শেষ শুক্রবার তারা আল-আকসায় জুমআর নামাজ আদায় করেন। অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেমে ৪০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। গত টানা চার সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের সেখানে ইসরাইলি বাহিনী প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনিকে শুক্রবারের নামাজে অংশ নিতে দেয়া হয়নি। পুরো জেরুজালেমে ইসরাইলি নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। শুক্রবারের নামাজ আদায়কে কেন্দ্র করে ওল্ড সিটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ইসরাইল। খ্রিস্টান, ইহুদি ও মুসলিম; তিন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেম। ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনাও জেরুজালেমে রয়েছে। গত কয়েক দশক ধরে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র এই নগরী। মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরাইল। তবে ইসরাইলের এই দখলদারিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। গত বছরের ৬ ডিসেম্বর পবিত্র এ নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার অঙ্গীকার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণার দেয়ার পর ফিলিস্তিনসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বের প্রতিবাদ সত্তে¡ও গত ১৪ মে ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের আংশিক উদ্বোধন করা হয়। এতে আবারো উত্তপ্ত হয়ে উঠে ফিলিস্তিন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। মিডল ইস্ট মনিটর, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-আকসা

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ