Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতন শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বেলা ১২টায় ধুনটের কলেজ শিক্ষার্থী মোস্তান সির মীমকে অপহরণ ও নির্যাতনকরীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া সাতমাথায় মানববন্ধন সমাবেশ অনুুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা আহ্বায়ক দিলরুবা নূরি, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরাম জেলা সদস্য রেনু বালা, শম্পা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি রাধা রাণী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের বিচার হীনততার সংস্কৃতি এবং আইন শৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরেও আমাদের দেশের মানুষ নিরাপদ নয়। ধুনটের কলেজ শিক্ষাথীর অপহরণ ও নির্যতনের এই ঘটনায় তা আরও সুস্পষ্ট হয়েছে। অপহৃত কলেজ ছাত্রী মোস্তান সির মীম অপহরনের ৯ ঘণ্টা পর উদ্ধার হলেও পুলিশ অপহরণকারী প্রধান আসামী সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হাসান রিপনকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও অপহৃত ছাত্রী মোস্তান সির মীম এর সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীকে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ