পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে এবার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। একাদশ শ্রেণির ওই ছাত্রের নাম আলভী হাসান (১৭)। গতকাল রোববার দুপুর দু’টার দিকে মালিবাগ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলভীর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে মালিবাগ এলাকার ছাত্রলীগ কর্মী কামরুল ও টিপুসহ একই বয়সের ৫/৬ জন তরুণ মিলে আলভীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। ঢামেক চিকিৎসকরা জানান, আলভীর ডান হাতের কনুই ও বাম হাতের আঙুল জখম হয়েছে। এজন্য তাকে শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলভী তার পরিবারের সঙ্গে বাসাবো কদমতলার হক সোসাইটিতে বসবাস করে। বাবার নাম রেজাউল করিম।
এর আগে গত ২৪ আগস্ট কাকরাইলে ওভার ব্রিজ পার হওয়ার সময় বখাটে যুবক ওয়াবদুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় রিশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।