Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চৌগাছায় ডাকাতের তান্ডব

চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

যশোরের চৌগাছায় ডাকাতদের হাতে পিতা নিহত এবং পুত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের কাতলাগুড়োর ব্রীজ মাঠে। জানা যায় গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চৌগাছা-বেনাপোল ভায়া কাবিলপুর সড়কের শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের পাশে কাতলাগুড়োর ব্রীজের উপর এ ঘটনা ঘটে। ডাকাতরা আশরাফ হোসেন আশা (৫০) নামে এক ব্যক্তিকে গলায় ফাঁস ও ট্রাকচাপা দিয়ে হত্যা করে এবং তার ছেলে জসিম উদ্দীন (২৮) কে পিটিয়ে মারাত্মকভাবে যখম করে। নিহত আশরাফ হোসেন আশা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের আনছার আলীর ছেলে। এ সময় ওই সড়কে প্রায় ৩০০ মিটারের মধ্যে বিজিবি ও পুলিশের দুটি টহল দল দায়িত্বে ছিলেন। এছাড়া নিকটবর্তী শাহাজাদপুর বিজিবি ক্যা¤েপ উপস্থিতি ছিল বিজিবি সদস্যদের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দোষীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ