Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর মেঘনায় নৌ-দস্যুর উৎপাত বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় মেঘনা নদীতে সংঘবদ্ধ ডাকাত দল দিনে-দুপুরে জেলে নৌকায় ঝাঁপিয়ে পড়ে। ডাকাতদের দেশীয় অস্রেরে আঘাতে কমপক্ষে ১৫ জেলে মারাত্বক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৯ জেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ সময়ে ১০টি মোবাইল ও নগদ প্রায় ৩ লক্ষ টাকা লুট করে ডাকাতদল। গত বৃহস্পতিবার বিকেলে মাঝ নদীতে ৪টি নৌকায় করে আসা ৪০ জনের ডাকাতদল এ দস্যুতায় অংশ নেয়। আহত জেলেরা হচ্ছেন; চাঁদপুর সদর ইব্রাহীমপুর আলুর বাজার এলাকার আবুল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (২৫) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)। আহত বিল্লাল শেখ জানান, গত ২ দিন যাবত মেঘনায় মাছ শিকার করতে নামেন তারা। একই নৌকায় ১৫ জন জেলে ছিলেন। দুপুরে তাদের নিজ এলাকায় মাছ বিক্রি করে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে ৪টি নৌকায় করে আসা ডাকাতদল ঘিরে ফেলে হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের সাথে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল সেট ও নৌকায় থাকা জাল ও বিভিন্ন মাল নিয়ে ডাকাতরা চলে যান। পরে তাদের চিৎকারে আশপাশের জেলে নৌকা এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিপ্লব জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের সাথে কথা বলেছি। থানার অফিসার ইনচার্জ মো: ওলিউল্লাহ্ ওলি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনায়

৩০ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ