Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল স্থলবন্দরকে আধুনিকায়নের পরিকল্পনা

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোল স্থলবন্দরকে অটোমেশন ও সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে প্রাথমিকভাবে। বন্দর ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বন্দর আধুনিকায়ন হলে আমদানি পণ্যের নিরাপত্তা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও দ্রুত বাণিজ্য সম্প্রসারণে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শুক্রুবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব আ: সামাদ বেনাপোল বন্দর পরিদর্শন শেষে বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে বন্দরের উন্নয়ন কার্মকান্ডগুলো তুলে ধরা হয়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দরকে আধুনিকায়নের জন্য ইতিমধ্যে ৮৮ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বন্দরের নতুন শেড ও ওপেন ইয়ার্ডের নির্মাণকাজ শুরু হয়েছে। আমদানি পণ্য রক্ষণাবেক্ষণে ৩’শ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণের কাজ চলছে। বন্দরে অগ্নিকান্ড এড়াতে বন্দরে ফায়ার স্টেশনের আধুনিকায়ন ও জনবল বৃদ্ধির বিষয়টি আমলে নেয়া হযেছে। আমদানি-রফতানি বাণিজ্য কে আধুনিকায়ন করতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন খাতে ১৪শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছেন। এসব উন্নয়নকাজের মধ্যে রয়েছে ইমিগ্রেশনে যাত্রী ছাউনি, প্যাসেঞ্জার টার্মিনালসহ কয়েকটি স্থাপনা নির্মাণ। বেনাপোলের সাথে কোলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আমদানি রফতানি বানিজ্যে বেনাপোল বন্দরের গুরুত্ব রেড়েছে। বর্তমানে বেনাপোল বন্দর থেকে সরকার প্রতিবছর ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে সরকারের ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করা সম্ভব বলে ব্যবসায়ীমহল মনে করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ