Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়বদ্ধতা না থাকলে আবারো রোহিঙ্গা হত্যা শুরু হতে পারে

প্রত্যাবাসন সম্পর্কে মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে যথাযথ সরকারি নজরদারি না থাকলে এটি ফাঁদ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, সরকার দায়বদ্ধ না থাকলে নিধনকান্ড চালানো ব্যক্তিরা আবারও হত্যাকান্ড শুরু করতে পারে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি সম্পন্ন হলেও নানা অজুহাতে রুদ্ধ করে রাখা হয়েছে প্রত্যাবাসনের গতি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমপ্রদায় মিয়ানমারকে রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য তাগিদ দিয়ে যাচ্ছে। বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক ১৯৭৮, ১৯৯১ ও ১৯৯২ সালে জাতিসংঘের সমন্বয়ে করা প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানায়। বিবৃতিতে তারা বলে, ‘এমন প্রত্যাবাসনের যারা সাক্ষী তারাও বারবার ভয়াবহ নিপীড়নের অভিজ্ঞতার কথা বলে আসছেন।’ মানবাধিকার সংস্থাটির নির্বাহী পরিচালক কিয়াও উইন জানান, অনেকগুলো বিষয় মাথায় রাখা দরকার। বিগত অভিজ্ঞতা থেকে বলা যায়, সরকার দায়বদ্ধ না থাকলে অপরাধীরা আবারও নিপীড়ন শুরু করবে। তাই প্রত্যাবাসনে নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বেশি জরুরি বলে তিনি উল্লেখ করেন। উইন বলেন, এমন হত্যাকান্ডের শিকারদের আবারও যথাযথ বিষয় না মেনে পাঠিয়ে দেয়া খুবই অযৌক্তিক ও অবিবেচকের মতো হবে। সংস্থাটি জানায়, এখন যেকোনও পদক্ষেপেই নির্দিষ্ট কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তারা আহ্ববান জানায় যে, সরকার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে জাতিসংঘ যেন পদক্ষেপ নেয়। আনাদোলু, রয়টার্স।



 

Show all comments
  • সাজ্জাদ ৯ জুন, ২০১৮, ২:২৭ এএম says : 0
    একদম খাঁটি কথা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ