Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ার সংঘাত নিরসনই বড় দায়বদ্ধতা : মুন

প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় চলমান সংঘাতময় পরিস্থিতির সমাধানে আনুষ্ঠানিকভাবে আলোচনারত জাতিসংঘের বিশেষ দূতকে পূর্ণাঙ্গ সমর্থন দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। সিরিয়া পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। সিরিয়ার সংকট নিরসনই নিরাপত্তা পরিষদের জন্য এখন সবচেয়ে বড় দায়বদ্ধতা বলে উল্লেখ করেন বিদায়ী মহাসচিব। বান কি মুন বলেন, আমরা হয় গঠন নয় ভাঙন-এর মতো একটি মুহূর্তে অবস্থান করছি। সিরিয়ায় একটি সংঘাতবিরতি নিশ্চিত করার জন্য যার যার মতো করে প্রভাব খাটাতে আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। যেন এর মধ্য দিয়ে প্রয়োজনমতো সব জায়গায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া যায় এবং সিরিয়ানদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে যেন রাজনৈতিক পথ বের করা যায়। নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে আপনাদের জন্য এর চেয়ে বড় দায়বদ্ধতা নেই। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিব সিরিয়ার বর্তমান মানবিক বিপর্যয়ের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান এ গৃহযুদ্ধে এরইমধ্যে তিন লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই ঘরহারা হয়েছে এবং অবকাঠামোগুলো ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, সিরিয়ার জনগণের ট্র্যাজেডি আমাদের সবাইকে লজ্জিত করে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামষ্টিক এ ব্যর্থতা দেখে নিরাপত্তা পরিষদের তাড়না বোধ করা উচিত। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ার সংঘাত নিরসনই বড় দায়বদ্ধতা : মুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ