Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে জেলের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে আল-আমিন (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল পোনে সাত টার দিকে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন দড়ি বিশনন্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের পরিবার বরাত দিয়ে হাসপাতাল জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন জানান, শুক্রবার সকাল পোনে সাত টার দিকে প্রতিদিনের মত আল-আমিন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। সেখানে মেঘনা নদী বিশনন্দী ঘাট এলাকায় আল-আমিন হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া ঘটনা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ