Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজা ভোগ শেষে নিজ দেশে ফিরে যাচ্ছে ৩১ ভারতীয় জেলে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৪:৫৭ পিএম

সাজা ভোগ করে নিজ দেশে ফিরে যাচ্ছে ৩১ ভারতীয় জেলে। ১ মাস ৬ দিন সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাগেরহাট কারাগার থেকে পুলিশ প্রহরায় আজ শনিবার দুপুরে মোংলায় আনা হয়। তারপর তাদের ফিশিং বোটে করে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। ৩১ আগস্ট বাংলাদেশী পানিসীমায় প্রবেশ করে মাছ ধরা অবস্থায় বাংলাদেশী কোস্টগার্ড তাদের আটক করে। বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এর উপস্থিতিতে মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি প্রভাত মুন্দা’র কাছে হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৩১ আগস্ট সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী বাংলাদেশের পানিসীমায় বেআইনীভাবে মাছ শিকারের সময় তাদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত ট্রলার এফভি মঙ্গল চান্দী-২৫, এফভি মঙ্গল চান্দী-৩ এবং তাতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর ১৩৫ ভারতীয় জেলে বাগেরহাট কারাগারে ৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় জেলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ