Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জনগণকে ধোঁকায় ফেলে নির্বাচনী বাজেট গণবিরোধী এবং মানুষ মারার কৌশল -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ৪:৫৪ পিএম

জনগণকে ধোঁকায় ফেলে নির্বাচনকে ফলপ্রসূ করার লক্ষে সরকার যে প্রস্তাবিত বাজেট পেশ করেছে তা গণবিরোধী এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের মারার কৌশল। এ বাজেট বাস্তবায়ন মারেই হলো কিছু লোকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এবং কিছু মানুষের আরো নিঃস্ব হওয়া। তাই এ বাজেট কারো জন্য কল্যাণকর নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত যাত্রাবাড়ী থানা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই একথা বলেন। সংগঠনের যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, হাফেজ সালাহ উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ, মুহা. নান্নু মুন্সি, মুহা. আল আমিন, মুহা. বাবুল হোসেন, মুহা. মুজ্জামেল হোসেন প্রমুখ।

বিশেষ অতিথি বলেন, রাষ্ট্র ও জনগণের কোটি কোটি টাকা খরচ করে প্রহসনের নির্বাচনের কোনো অর্থ হয় না। এর দায় নির্বাচন কমিশন ও সরকারকেই নিতে হবে। খুলনা সিটি নির্বাচনসহ তাদের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচনে কমিশন ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। ৫ জানুয়ারির মত নির্বাচনের নামে নাটক করবেন না। দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার ব্যবস্থা নিন।



 

Show all comments
  • Omar faruk ৯ জুন, ২০১৮, ৭:০৬ এএম says : 0
    ধন্যবাদ দৈনিক ইনকিলাব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ