Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের নিরাপত্তায় গোর্খা বাহিনী: সানতোসা দ্বীপের কাপেলা হোটেলেই হচ্ছে বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকটি সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের একটি হোটেলে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। দুই নেতার এ ঐতিহাসিক শীর্ষ সম্মেলন ১২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা; যদিও বৈঠকের অনেক কিছুই এখনো অজানা বলে জানিয়েছে বিবিসি।বৈঠকটি অনুষ্ঠিত হলে, এটি হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।বৈঠকের পরিকল্পনা ‘চমৎকারভাবে এগুচ্ছে’ বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অপর এক খবরে বলা হয়, সব কিছু ঠিক থাকলে ১২ জুন ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনেরবৈঠকের ঐতিহাসিক দিনে নেপালের যোদ্ধাবাহিনী গোর্খারাই সামলাবেন নিরাপত্তার দায়িত্ব। দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্ব পালন করবে ওই গোর্খা বাহিনী। পরনে বর্ম, হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তলসহ বৈঠকের দিন নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক সতর্ক থাকবে গোর্খা বাহিনী। দুই নেতার নিরাপত্তার জন্য গোর্খা বাহিনীর কাছে থাকবে খুকরি এবং পায়ের হোলস্টারে অ্যাসল্ট রাইফেলও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে উত্তরের শীর্ষ নেতার বৈঠকটি পাঁচ তারকা কাপেলা হোটেলে হতে যাচ্ছে বলে টুইটারে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। যে ৬৩টি দ্বীপ নিয়ে সিঙ্গাপুর গঠিত, সানতোসা তার একটি। ৫০০ হেক্টর আয়তনের সানতোসাতেই কাপেলা হোটেলের অবস্থান। মূল ভূখন্ড থেকে সামান্য দূরে অবস্থিত দ্বীপটি বিলাসবহুল রিসর্ট, ব্যক্তিগত প্রমোদতরীর পোতাশ্রয় এবং ব্যয়বহুল ও নান্দনিক গলফ ক্লাবের জন্য পরিচিত। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুরে

১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ