Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিঙ্গাপুরে ৪১ জনের জিকা ভাইরাস সংক্রমণ

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের ভেতরেই ৪১ জন জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছে সিঙ্গাপুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক এবং আক্রান্ত সবাই একই অঞ্চলে বাস করে অথবা কাজ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, আক্রান্ত ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং বাকি সাত জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে ৩৬ জনই বিদেশি শ্রমিক, যারা একই নির্মাণ সাইটে কাজ করে। পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ওই নির্মাণ সাইটের কাজ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আক্রান্তরা একই এলাকায় বাস করলেও দেশের অন্যান্য অঞ্চলে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুরে ৪১ জনের জিকা ভাইরাস সংক্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ