Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাফত মজলিস তাকওয়াপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে - নায়েবে আমীর

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। সেই লক্ষ্যকে সামনে রেখে খেলাফত মজলিস তাকওয়াপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। খেলাফত মজলিস বিশ্বাস করে একমাত্র খেলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। গতকাল সোমবার কুমিল্লা নগরীর মনোহরপুর সদর হাসপাতাল রোডের একটি কমিউিনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য ও ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের কুমিল্লা মহানগর কমিটির সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা জেলা পূর্ব সভাপতি হাফেজ মাওলানা অলিউল্লাহ, সেক্রেটারী মাওলানা মুনীরুল ইসলাম কাসেমী, মুফতি শামসুল ইসলাম জিলানী। বক্তারা বলেন- রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। যার মাধ্যমে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে এই মাসে। সংগঠনের মহানগর সেক্রেটারি মুফতিা ইমাম হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজাম্মেল হক, মাওলানা তাওহীদুল ইসলাম, ফয়সল আহমেদ, মুফতি আবুল বাশার, সালাহ উদ্দীন,নজীর আহমেদ, মুহীউদ্দিন মাসুম, শাহজালাল ও যুব মজলিস সভাপতিদ হাফেজ জামিল আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ