বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপিকে এখন শুধু টেলিভিশনের পর্দায় দেখা যায় মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাজনীতিতে নেই, মাঠে-ঘাটেও নেই। আছে শুধু টেলিভিশনের পর্দায়। গণমাধ্যমের কল্যাণে দলটি এখন টিকে আছে।’
গতকাল জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আলোচনায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আর সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য কোন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। আমাদের এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে।
কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার প্রসঙ্গে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে মায়ের চেয়ে মাসীর দরদ বেশী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। হাছান বলেন, যারা জীবন্ত মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে উন্মাদের মত উল্লাস করে, তারাই আজ মানবাধিকার নিয়ে বক্তব্য রাখছে। তাদের মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না। বিএনপিতে রিজভী এবং ফখরুলের মধ্যে ব্যক্তিগত সমস্যা আছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, নিজেদের সমস্যা থেকে উত্তরণের জন্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কে কত বেশী সমালোচনা করতে পারেন সেই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।