নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করিম জানাতের একটি ফুলটস বল, লোভে পড়ে চেয়েছিলেন বড় শট খেলতে। তবে পুরো গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে উড়ন্ত এক ক্যাচে আবু জায়েদ রাহিকে ফেরালেন রশিদ খান। এই আউটের সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল বাংলাদেশও। যেন সিরিজে আফগানিস্তানের উড়ন্ত সূচনার প্রতিচ্ছ¡বিই। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে হারলো বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৭ রান তোলে ৮ উইকেট হারানো আফগানিস্তান। জবাবে ১৯ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
নিরপক্ষে ভেন্যু ভারতের দেরাদুনে বাংলাদেশ-আফগানিস্তান এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হল রাজীব গান্ধী স্টেডিয়ামের। তবে দিনটির সঙ্গে মিশে থাকলো বাংলাদেশের লজ্জা। দুদিন আগে প্রস্তুতি ম্যাচে মন্থর ও দুরকম বাউন্সের উইকেটে খেলা হওয়ায় রান তাড়া করাই সুবিধা জনক মনে করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেটিকে ভুল প্রমাণ করেছে আফগানিস্তান। বল হাতে এলোমেলো শুরু করেছিলেন আবু জায়েদ রাহি ও নাজমুল ইসলাম অপু। তার ফায়দা উঠায় আফগানিস্তান। পরে রুবেল হোসেন ও সাকিব আল হাসান লাগাম টেনে ধরেছিলেন। মাঝ ওভারে বল পেয়ে ঝলক দেখিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে শেষের ঝড়ে ঠিকই শক্ত চ্যালেঞ্জ গড়ে আফগানরা।
জবাবে শুরুতে তামিম-সাকিবের উকেটের পর রাশ টেনেছিলেন লিটন দাস। তবে আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধানেত ফিরতে হয় তাকেও। কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। রশিদের ঘূণিতে সেটিও বশিদূর এগোয়নি। দশম ওভারে বল হাতে এসেই পর পর দুই বলে ফিরিয়েছেন মুশফিক (২০)-সাব্বিরকে (০)। দলের তিন অঙ্ক ছুঁতেই লেগে যায় ১৫ ওভার ও ৫ উইকেট। ১৮তম ওভারের দ্বিতীয় বলে আবুল হাসান রাজু এবং শেষ বলে রুবেল হোসেনকে বোল্ড করে ফেরান শাপুর জাদরান। এই ওভারেই হারের শেষ পেরেকটি ঠুকে যায় বাংলাদেশের কফিনে, মাহমুদউল্লাহর বিদায়ের সঙ্গে সঙ্গেই।
একই ভেন্যুতে একই সময়ে সিরিজের পরের ম্যাচ আগামীকাল।
স্কোর কার্ড
আফগানিস্তান-বাংলাদেশ, ১ম টি-২০
দেরাদুন, টস : বাংলাদেশ
আফগানিস্তান ইনিংস রান বল ৪ ৬
শাহজাদ ক মাহমুদউল্লাহ ব সাকিব ৪০ ৩৭ ৫ ০
উসমান বোল্ড রুবেল ২৬ ২৪ ২ ১
আসগর রানআউট (মুশফিক) ২৫ ২৪ ০ ১
নাজিবুল্লাহ ক জায়েদ ব মাহমুদউল্লাহ ২ ৫ ০ ০
নবি বোল্ড মাহমুদউল্লাহ ০ ২ ০ ০
সামিউল্লাহ ক মোসাদ্দেক ব জায়েদ ৩৬ ১৮ ৩ ৩
শফিকউল্লাহ বোল্ড রাজু ২৪ ৮ ১ ৩
রশিদ অপরাজিত ৬ ২ ০ ১
করিম ক মোসাদ্দেক ব রাজু ০ ১ ০ ০
মুজিব অপরাজিত ০ ০ ০ ০
অতিরিক্ত (লেবা ৬, নো ১, ও ১) ৮
মোট (৮ উইকেট, ২০ ওভার) ১৬৭
উইকেট পতন : ১-৬২ (উসমান), ২-৮৬ (শাহজাদ), ৩-৯০ (নাজিবউল্লাহ), ৪-৯১ (নবি), ৫-১৩৫ (সামিউল্লাহ), ৬-১৬০ (শফিকউল্লাহ), ৭-১৬১ (আসগর), ৮-১৬১ (করিম)।
বোলিং : জায়েদ ৩-০-৩৪-১, অপু ৪-০-৩২-০, রুবেল ৪-০-৩২-১, সাকিব ৪-০-১৯-১, রাজু ৩-০-৪০-২, মোসাদ্দেক ১-০-৩-০, মাহমুদউল্লাহ ১-০-১-২।
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম এলবি ব মুজিব ০ ১ ০ ০
লিটন এলবি ব নবি ৩০ ২০ ৩ ১
সাকিব ক শাহজাদ ব নবি ১৫ ১৫ ২ ০
মুশফিক বোল্ড রশিদ ২০ ১৭ ১ ০
মাহমুদউল্লাহ ক উসমান ব শাপুর ২৯ ২৫ ৩ ১
সাব্বির এলবি ব রশিদ ০ ১ ০ ০
মোসাদ্দেক ক উসমান ব রশিদ ১৪ ২৩ ১ ০
রাজু বোল্ড শাপুর ৫ ৩ ১ ০
অপু অপরাজিত ৪ ৪ ০ ০
রুবেল বোল্ড শাপুর ০ ১ ০ ০
রাহি ক রশিদ ব করিম ১ ৪ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৩) ৪
মোট (অলআউট, ১৯ ওভার) ১২২
উইকেট পতন : ১-০ (তামিম), ২-২১ (সাকিব), ৩-৬৪ (লিটন), ৪-৮০ (মুশফিক), ৫-৮০ (সাব্বির), ৬-১০৮ (মোসাদ্দেক), ৭-১১৭ (রাজু), ৮-১১৮ (মাহমুদউল্লাহ), ৯-১১৯ (রুবেল), ১০-১২২ (রাহি)।
বোলিং : মুজিব ৪-০-২০-১, শাপুর ৪-০-৪০-৩, নবি ৪-০-২১-২, করিম ৪-০-২১-১, রশিদ ৩-০-১৩-৩।
ফল : বাংলাদেশ ৪৫ রানে পরাজিত।
ম্যান অব দ্য ম্যাচ : রশিদ খান (আফগানিস্তান)।
সিরিজ : তিন ম্যাচে ১-০তে এগিয়ে আফগানিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।