Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে যাবার ম্যাচ মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

মোহামেডান ও আবাহনী। প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বের পর সুপার লিগেও দেখা মিলছে দল দু’টির। আজ ফের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে। এর আগে দুপুর দু’টায় বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্সের মুখোমুখি হবে অ্যাজাক্স এসসি।
লিগ শিরোপার পথে সর্বাগ্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই সাদা কালোরা। চলমান লীগে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে একটি দুর্দান্ত দলকে পরিচালনা করছেন সাবেক তারকা ফরোয়ার্ড মওদুদুর রহমান শুভ। তার তত্বাবধানেই শিরোপা লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মোহামেডান। দলটির অগ্রজ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। একের পর এক হ্যাটট্রিক করে দুড়ন্ত মোহামেডানকে তিনি তুলে দিয়েছেন শিরোপা লড়াইয়ের অগ্রভাগে। প্রথম পর্বে আবাহনীকে ২-১ ও মেরিনার্সকে ৩-১ গোলে হারিয়ে চিরপ্রতিদ্ব›দ্বীদের চেয়ে ছয় পয়েন্টের ব্যবধানে দলকে এগিয়ে দিয়েছেন জিমি। লক্ষ্যটা সুপার লিগেও ঠিক থাকবে বলে মনে করেন জাতীয় দলের এই অধিনায়ক। জিমির কথায়, ‘শিরোপার জন্যই আমরা খেলছি। প্রথম পর্বে আবাহনী ও মেরিনার্সকে হারিয়ে যা দেখিয়েছি। সুপার লিগেও সেই ধারা অব্যাহত থাকবে। এই পর্বেও এই দু’দলকে হারাতে চাই।’
এবারের লিগ শিরোপা অনেকটাই ধুয়াশা আবাহনীর কাছে। প্রতিদ্ব›দ্বী মোহামেডানের চেয়ে তাদের এই দূরত্বটাই শিরোপা জয়ে বাধা। লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে ২-১ এবং মেরিনার্সের কাছে ৫-১ গোলের হার দু’টিই তাদেরকে শিরোপার পথ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। বিশেষ করে মেরিনার্সের কাছে হারে অনেকটাই মুষড়ে পড়েছেন খেলোয়াড়রা। কোচ মাহবুব হারুনও হতাশ হয়ে পড়েছেন শিষ্যদের এই চেহারা দেখে। লিগের অন্যতম তারকা সমৃদ্ধ দল হয়েও আজ হতাশায় ভুগছে তারা। কোচ মাহবুব হারুনের কথায়, ‘ওদের খেলা দেখে আমি খুবই হতাশ হয়েছি। মন ভেঙ্গে গেছে। মূলত মেরিনার্সের কাছে হারটাই শিরোপার পথ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে আমাদেরকে। তাই এখন শিরোপা স্বপ্নটা ফিকে হয়ে গেছে। তবে ফের স্বপ্ন দেখতে গেলে মিরাকল কিছু ঘটতে হবে। দু’টো ম্যাচে মোহামেডানকে হারতে হবে। তাহলেই ফের আবাহনী শিরোপা লড়াইয়ে ওঠে আসতে পারবে। তারপরও কালকের (আজ) ম্যাচে আমরা জেতার জন্যই মাঠে নামবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাচ

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ