Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাজিলের মুসলিমদের জন্য তুর্কি এনজিওর ইফতার আয়োজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) ব্রাজিলের আফরো-ব্রাজিলিয়ান মুসলমানদের জন্য একটি ইফতারের আয়োজন করে। সংস্থা গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, তারা ৩০০ জন অভাবগ্রস্থ ব্রাজিলিয়ানের জন্য ইফতারের আয়োজন করে। তুরস্কের কনসাল জেনারেল সেরকান গিডিক, সংস্কৃতি ও পর্যটন অ্যাট্যাশে আহমেদ কঙ্গা এবং টিআইকেএ’র কর্মকর্তারা সাও পাওলোর বিলাল হাবশি মসজিদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টিআইকেএ এছাড়াও আলমাটিতে একটি ইফতার কর্মসূচি পরিচালনা করে। এক বিবৃতিতে টিআইকেএ জানায়, ১৫০ জন শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও কর্মকর্তা আলমাটির বিদেশী ভাষা ও ক্যারিয়ার বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচিতে যোগদান করে।
আরেক বিবৃতিতে সংস্থাটি জানায়, আফগানিস্তানের উত্তর অংশে বেলহ বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন মহিলা শিক্ষার্থীর জন্যও টিআইকেএ ইফতারের আয়োজন করে। সূত্র : আনদোলু এজেন্সি।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ